ময়মনসিংহ: ময়মনসিংহ শহরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আগুন লেগে শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন।
শনিবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর শানকিপাড়া শেষ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- বাসার মালিক নুরুল ইসলাম (৭৩), সাত বছরের শিশু নাতি ও বাসায় কাজ করা শ্রমিক সোয়েব মাহমুদ (৪০) এবং বিল্লাল হোসেন (৩২), প্রান্ত (৩০), সাদ্দাম (৩০)।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শানকিপাড়া শেষ মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনে শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় ভবনটির একটি কক্ষে সিলিন্ডার গ্যাস সংযোগের চুলা জ্বালানোর সময় লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এতে চার শ্রমিকসহ বাড়িটির মালিক নুরুল ও তার নাতি দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করেন। তবে আহতরা বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসা।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এসআরএস