ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাফন জড়িয়ে আন্দোলনে ৭ কলেজের শিক্ষার্থীরা, অসুস্থ ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
কাফন জড়িয়ে আন্দোলনে ৭ কলেজের শিক্ষার্থীরা, অসুস্থ ৬ কাফন জড়িয়ে আন্দোলনে ৭ কলেজের শিক্ষার্থীরা। ছবি: জি এম মুজিবুর

ঢাকা: দাবি আদায়ে ফের রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা।  

আন্দোলনরত শিক্ষার্থীদের ১০-১৫ জন শরীরে কাফন জড়িয়ে সড়কে শুয়ে পড়েছেন।

শিক্ষার্থীরা বলছেন, দাবি না মানলে তারা স্থান ত্যাগ করবেন না।

রোববার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জড়ো হয়ে এসে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে নীলক্ষেত এলাকার সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন।

দুপুর ২টা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের ছয়জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবি মেনে না নেওয়ায় এ অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থী মকলেছুর রহমান বলেন, দাবি মেনে আমাদের প্রমোশন দিতে হবে। না দিলে আমরা আন্দোলন চালিয়ে যাব। দাবি আদায়ে বাধ্য হয়ে কাফন জড়িয়ে রাস্তায় শুয়ে পড়েছি।

গত ১৬ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নীলক্ষেত মোড়ে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করেন সাত কলেজের শিক্ষার্থীরা। পরে গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ গণঅনশন পালন করা হয়।  
 
আর আজ (রোববার) আন্দোলনে অংশ নিতে আসা শিক্ষার্থীরা জানান, তাদের দাবি- নির্ধারিত জিপিএ শিথিল করে, তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষায় পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।

শিক্ষার্থীদের অবরোধের ফলে সৃষ্ট যানজটে দীর্ঘ সময় বাসে, রিকশায় বসে থেকে অতিষ্ঠ হয়ে পায়ে হেঁটেই গন্তব্যে রওনা হয়েছেন অনেকে।

যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে নিউমার্কেট ও লালবাগ থানা পুলিশের সদস্যরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
এইচএমএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।