চাঁদপুর: আদালত চলাকালীন সময়ে আইনজীবীর সঙ্গে অসদাচরণ করায় চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কোর্ট বর্জন করেছেন আইনজীবীরা। একই সঙ্গে এ ধরনের আচরণের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য জরুরি সাধারণ সভা ডেকেছে জেলা আইনজীবী সমিতি।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে আদালত চলাকালীন সময়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম মোসা আইনজীবী ফারুক মিয়াজীর সঙ্গে অসদাচরণ করেন এবং তাকে স্টুপিড বলে সম্বোধন করেন।
ওই সময় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এজেডএম রফিকুল হাসান রিপনসহ সিনিয়র আইনজীবীরা আদালতে উপস্থিত থাকায় তাৎক্ষণিক আদালত বর্জন করেন।
এ বিষয়ে সিনিয়র আইনজীবী জসিম উদ্দিন ভুঁইয়া মিঠু জানান, এডিএম কোর্টে আজকে আইনজীবী ফারুক হোসেন মিয়াজী একটি মামলার শুনানিতে উপস্থিত হন। ওই মামলাটি এর আগেও তদন্ত করার জন্য সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহকে দায়িত্ব দেন। তিনি তদন্ত করে মামলার প্রতিপক্ষ সম্পত্তি দখলে আছেন মর্মে এডিএম কোর্টে রিপোর্ট দেন।
পরে আইনজীবী ফারুক মিয়াজী ওই প্রতিবেদন রিপোর্টের কপি হাতে পান এবং রিপোর্ট গ্রহণের বিষয়ে আলোচনা হলে এডিএম বলেন-এই রিপোর্ট গ্রহণ করা যাবে না। উত্তরে আইনজীবী ফারুক মিয়াজী বলেন- কেন গ্রহণ করা যাবে না। আপনি নিজেই এসিল্যান্ডকে দায়িত্ব দিয়েছেন তদন্ত করার জন্য। তখন এডিএম ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিক কোর্ট পুলিশকে দিয়ে ওই আইনজীবীকে অ্যারেস্ট করার জন্য বলেন এবং স্টুপিড বলে সম্বোধন করেন। এ ধরনের আচরণ কোনো বিচারকের কাছ থেকে কাম্য নয়।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এজেডএম রফিকুল হাসান রিপন জানান, আইনজীবী ফারুক হোসেন মিয়াজীর সঙ্গে এডিএম অসদাচরণ আচরণ করার বিষয়টি জানতে পেরে আমরা নিয়মানুসারে সভাপতিসহ ওই আদালতে গিয়ে তাৎক্ষণিক আদালত বর্জন করি। এছাড়া এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতিতে জরুরি সাধারণ সভা ডেকেছি।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস মোসা এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো বক্তব্য দিবেন না বলে জানান।
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানকে এডিএম এর সঙ্গে আইনজীবীদের অসদাচরণ এবং কোর্ট বর্জন বিষয়ে জানানো হয়। তিনি বলেন, আমি বাইরে ছিলাম, বিষয়টি জানতাম না। আমি খোঁজ খবর নিয়ে দেখছি।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এফআর