ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সড়ক পার হয়ে আর মায়ের কোলে ফেরা হলো না ইয়ানুরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
সড়ক পার হয়ে আর মায়ের কোলে ফেরা হলো না ইয়ানুরের

মেহেরপুর: সড়ক পার হয়ে মায়ের কাছে যাওয়ার সময় দুর্ঘটনায় আহত ইয়ানুরের (৫) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) ভোরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

এর আগে সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যায় জেলার গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের বামন্দী-কাজিপুর আঞ্চলিক সড়কের বালিয়াঘাট গ্রামের ফুটানি বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয় ইয়ানুর। আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বামন্দীর একটি ক্লিনিকে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল।

নিহত ইয়ানুর গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের ফুটানি বাজার এলাকার ভ্যান চালক আব্দুল্লাহর ছেলে।

স্থানীয় মেম্বার আসাদুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় বাড়ির পাশে মুদি দোকানে ইয়ানুরের মা মশার কয়েল কিনতে গেলে সেও মায়ের পিছু পিছু যায়। এ সময় তার মা সড়ক পার হয়ে গেলে ইয়ানুর পিছ পড়ে। পরে সড়ক পার হয়ে মায়ের কাছে যাওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে। তখন বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক শিশুটিকে চাপা দেয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিশু ইয়ানুরের মরদেহ নিজ গ্রামের বাড়িতে এসে পৌঁছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।