ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

স্কুলের দোলনা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
স্কুলের দোলনা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্কুলের দোলনা থেকে পড়ে সাহাদাত হোসেন (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পরে সব স্কুল থেকে ঝুঁকিপূর্ণ খেলনা অপসরণের দাবি তুলেছেন অভিভাবরা।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার ভাদাই ইউনিয়নের কিসামত চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহাদাত হোসেন ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে ওই এলাকার মিজানুর রহমানের ছেলে।

শিক্ষক ও স্থানীয়রা জানান, স্কুলে পরীক্ষা চলছিল। বুধবার পরিবেশ পরিচিত  বিষয়ের মৌখিক পরীক্ষায় অংশ নেয় সাহাদাত হোসেন। এক ঘণ্টার পরীক্ষা শেষ করে স্কুল চত্বরে রাখা দোলনায় বন্ধুদের সঙ্গে সে খেলা করছিল। এ সময় দোলনা থেকে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয় সাহাদাত।

খবর পেয়ে স্কুলের শিক্ষকরা দ্রুত তাকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কিসামত চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মোস্তফা কামাল বলেন, পরীক্ষা শেষে অনেক শিক্ষার্থী বাড়িতে না গিয়ে খেলা করছিল। শিক্ষকরা সবাই পরীক্ষার খাতা দেখছিলেন। এমন সময় এ দুর্ঘটনা ঘটলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

খবর পেয়ে স্থানীয় অভিভাবকরা এসে এসব ঝুঁকিপূর্ণ খেলনা সামগ্রী স্কুল থেকে অপসরণের দাবি তোলেন। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঘটনাস্থলে পৌঁছান।

আদিতমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হরেকৃষ্ণ রায় বলেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।