ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানিও বাড়ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানিও বাড়ছে

ঢাকা: উত্তরাঞ্চলে বিরাজ করছে বন্যা পরিস্থিতি। এর মাঝেই উত্তর-পূর্বাঞ্চলের বন্যা প্রবন নদ-নদীর পানির সমতলও বাড়ছে।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া জানিয়েছেন, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। শনিবার (০২ সেপ্টেম্বর) উভয় নদ-নদীর পানির সমতল স্থিতিশীল  পারে।

এদিকে গঙ্গা-পদ্মা নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সুরমা ও কুশিয়ারা ব্যতীত দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

শনিবার পর্যন্ত ব্রহ্মপুত্র নদ চিলমারী পয়েন্টে বিপদসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। আর রোববার পর্যন্ত যমুনা নদীর তীরবর্তী গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতি বিরাজ করতে পারে, যা পরবর্তীতে উন্নতি লাভ করতে পারে।

পাউবো জানিয়েছে বিভিন্ন নদ-নদীতে তাদের পর্যবেক্ষণাধীন ১০৯টি স্টেশনের মধ্যে শুক্রবার পানির সমতল বেড়েছে ৬৩টিতে, কমেছে ৪৩টিতে। আর অপরিবর্তিত আছে তিনটি স্টেশনের পানির সমতল।

বাংলাদেশ সময়: ২২৪১ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৩
ইইউডি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।