ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সেন্ট্রাল রোডে শিশু গৃহকর্মী হত্যা, গৃহকর্ত্রী সাথি গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
সেন্ট্রাল রোডে শিশু গৃহকর্মী হত্যা, গৃহকর্ত্রী সাথি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর কলাবাগানের সেন্ট্রাল রোডের একটি বাসায় হেনা (১০) নামে এক গৃহকর্মীকে হত্যার অভিযোগে পলাতক গৃহকর্ত্রী সাথী পারভিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে দিকে এ তথ্য নিশ্চিত করেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

তিনি বলেন, যশোর জেলা এলাকা থেকে পলাতক গৃহকর্মী সাথী পারভিন ডলিকে গ্রেপ্তার করা হয়েছে। সাথীকে গ্রেপ্তারের পর যশোর থেকে পুলিশের একটি টিম ঢাকার উদ্দেশে রওনা দেন।

প্রসঙ্গত, গত ২৬ আগস্ট কলাবাগান সেন্ট্রাল রোডের একটি বাসা থেকে শিশু গৃহকর্মী হেনাকে হত্যার পর পালিয়ে যান সাথী আক্তার। এ ঘটনায় বাদী হয়ে একটি হত্যা মামলা করে পুলিশ।

আরও পড়ুন: ‘ডাইনি’ গৃহকর্ত্রীর হাতে নিহত হেনা ছিল এতিম 

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।