ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ডাবের বাজারে অভিযান, ৩ আড়তদারকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
বগুড়ায় ডাবের বাজারে অভিযান, ৩ আড়তদারকে জরিমানা

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় ডাবের বাজারে অভিযানে পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় তিন পাইকারি আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডাবের দাম বেশি নেওয়া, কেনাবেচার রশিদ না রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় তাদের জরিমানা করা হয়।

শনিবার (০২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

তিনি জানান, ডাবের তিন আড়তদারকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে শহরের গোদারপাড়ার আল আমিন ডাবঘরের আল আমিনকে ১০ হাজার টাকা, নামাজগড় এলাকার দুই ভাই ডাবঘরের শফিকুল ইসলামকে ৫ হাজার টাকা ও গোয়ালগাড়ি এলাকার মেসার্স রূপম এন্টারপ্রাইজের মনিরুজ্জামান রুকনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।