ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঢাকা মেডিকেল থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
ঢাকা মেডিকেল থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার  ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা মেডিকেল হাসপাতালের পুরাতন ভবনের ১০৬ নম্বর ওয়ার্ড থেকে ঘুমন্ত অবস্থায় চুরি হওয়া নবজাত আব্দুল্লাহকে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

শনিবার (২ সেপ্টেম্বর) রাতে রমনা ডিভিশনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ চুরি যাওয়ার নবজাতকের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কামরাঙ্গীরচর এলাকা থেকে ওই নবজাতকটি উদ্ধার করা হয়েছে।  

জানা যায়, গত ৩১ আগস্ট দুপুরের দিকে হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডের হিরন-শাহনা দম্পতির নবজাতক চুরি হয়ে যায়। এরপরে শাহবাগ থানায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।