ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এক মসজিদ থেকে ১০ সিলিং ফ্যান চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
এক মসজিদ থেকে ১০ সিলিং ফ্যান চুরি প্রতীকী ছবি

নীলফামারী : নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ অসুরখাই গ্রামের একটি মসজিদ থেকে ১০টি সিলিং ফ্যান চুরির ঘটনা ঘটেছে।  

শনিবার (২ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে মসজিদের তালা ভেঙে এসব ফ্যান চুরি করে নিয়ে গেছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কামারপুকুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার। তিনি বলেন, বিষয়টি দুঃখজনক ও আতঙ্কের। চুরির ঘটনার কথা থানায় জানানো হয়েছে।  

এলাকাবাসী জানায়, মসজিদের কোনো ওয়াকফ নেই। মানুষের সাহায্য ও সহযোগিতায় মসজিদটি পরিচালিত হয়ে আসছে। প্রচণ্ড গরমে মুসল্লিদের সামান্য আরামের জন্য অন্যের সহযোগিতায় এসব সেলিং ফ্যান লাগানো হয়েছিল।  

ওই মসজিদের একজন মুসল্লি জামিরুল বলেন, মানুষ কতটা নিচে নেমেছে যে, মসজিদের ফ্যানও চুরি করছে।

বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।