ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ইজিবাইক চুরির ঘটনায় ইজিবাইক সমিতির সভাপতি গ্রেপ্তার  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
ইজিবাইক চুরির ঘটনায় ইজিবাইক সমিতির সভাপতি গ্রেপ্তার  

মাগুরা: মাগুরায় ইজিবাইক চুরির ঘটনায় জেলা ইজিবাইক সমিতির সভাপতি ও তার ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা দুটি ইজিবাইক উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন - শহরের আদর্শ পাড়ার মৃত আব্দুর রউফের ছেলে মাগুরা ইজিবাইক সমিতির সভাপতি মোহাম্মদ জাকারিয়া ও তার ভাই আবু হাসনাত আকাশ হিটলার এবং তাদের সহযোগী সংকোচখালী গ্রামের আজহার ফকিরের ছেলে ইবাদত হোসেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী।  

তিনি জানান, সম্প্রতি শহরে বেশ কয়েকটি ইজিবাইক চুরির ঘটনার অভিযোগের ভিত্তিতে পুলিশ শহরের বিভিন্ন ইজিবাইক গ্যারেজে অভিযান চালায়। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার আদর্শ পাড়া থেকে ইজিবাইক সমিতির সভাপতি জাকারিয়া ও তার ভাই হিটলারের পরিচালনায় থাকা একটি গ্যারেজ থেকে দুটি ইজিবাইক উদ্ধার করা হয়। এ সময় তাদের দুজনসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়।  আদালতে গ্রেপ্তার তিনজনকে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।