ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
আলমডাঙ্গায় হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মেহেরপুর: আলমডাঙ্গা এলাকার শীর্ষ মাদক কারবারি সুইট মোল্ল্যা (৫০) কে পাঁচ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ।

সুইট মোল্ল্যা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের শানে মোল্ল্যার ছেলে।

তার নামে মাদক কারবারির অভিযোগে আলমডাঙ্গা ও গাংনী থানায় সাতটি মামলা রয়েছে। সে এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী।

সোমবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাতে কাজিপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার কারা হয়।

গাংনীর ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।  

ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আবুল কালাম আজাদ বলেন, একজন মাদক ব্যবসায়ী মাদক নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাজিপুর মধ্যপাড়া এলাকায় পুলিশের একটি টিম অপেক্ষা করছিল। এসময় সুইট মোল্ল্যা আসার সঙ্গে সঙ্গে তাকে চ্যালেঞ্জ করা হয়। সে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে। এ সময় তার কাছে থেকে পাঁচ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।

গ্রেপ্তার সুইট মোল্ল্যাকে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।