ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজ হওয়ার ২ দিন পর নদীতে মিলল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
নিখোঁজ হওয়ার ২ দিন পর নদীতে মিলল যুবকের মরদেহ

লালমনিরহাট: লালমনিরহাটে নিখোঁজ হওয়ার দুই দিন পরে তিস্তা নদী থেকে হামীম উদ্দিন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে তিস্তা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি ওই এলাকার মোস্তফি কসাইটারী গ্রামের নবিজ উদ্দিনের ছেলে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গত দুই দিন থেকে নিখোঁজ ছিলেন যুবক হামীম উদ্দিন। বুধবার দুপুরে স্থানীয়রা তিস্তা নদীতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে হামীমের পরিবার তার মরদেহ শনাক্ত করলে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

আপাতত সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মর্গের প্রতিবেদন পৌঁছলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি ওমর ফারুক।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।