ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাতে পুরান ঢাকার পৃথক স্থানে অগ্নিকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
রাতে পুরান ঢাকার পৃথক স্থানে অগ্নিকাণ্ড

ঢাকা: রাজধানীর ইসলামপুরে লায়ন টাওয়ার নামে একটি আটতলা ভবনের সাত তলায় গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া বংশাল আলু বাজার এলাকায় আরেকটি ভবনের ২য় তলায় জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস থেকে পৃথক দুটি স্থানে দুটি করে ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীতে রাত ৯টার পর পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পৃথক দুটি ইউনিট  ঘটনাস্থলে কাজ করে। ইসলামপুরের লায়ন টাওয়ারের আগুনটি রাত ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এছাড়া পুরান ঢাকার বংশাল আলু বাজার ছোট মসজিদের পাশে একটি সপ্তম তলা ভবনের দ্বিতীয় তলার জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে রাত ৯টা ৩৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।

দুটি ঘটনার আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৩
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।