ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

হবিগঞ্জ: জেলার চুনারুঘাট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে।

শুক্রবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে একজনের মৃত্যু হয়।

নিহত মইনুল ইসলাম রাব্বি (৩০) চুনারুঘাট উপজেলার রাজার বাজার এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার পর নিহত তিনজন হলেন- একই উপজেলার লাদিয়া গ্রামের আব্দুস সত্তারের ছেলে রুমেল মিয়া (৫০), সারের কোনা গ্রামের আব্দুল করিমের ছেলে জসিম মিয়া (২০) ও কালিশিড়ি গ্রামের আব্দুর রহিমের মেয়ে নাজমা আক্তার (৫০)।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক বাংলানিউজকে জানান, শ্রীকুটা বাজার এলাকায় দুইদিক থেকে আসা অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। আর শুক্রবার রাব্বীর মৃত্যু হয়।

এছাড়া বনগাঁও গ্রামের খাদিজা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।