ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সড়কে ঝরল সিকৃবি শিক্ষার্থীর প্রাণ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
সড়কে ঝরল সিকৃবি শিক্ষার্থীর প্রাণ শিক্ষার্থী মো. মঈনুল ইসলাম: ফাইল ফটো

সিলেট: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মেধাবী শিক্ষার্থী মো. মঈনুল ইসলাম। তিনি কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিকৃবি’র কৃষিবিদ খসরু সালাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে হবিগঞ্জের চুনারুঘাট শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় মঈনুল ইসলাম গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

এদিকে মঈনুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। এক শোক বার্তায় তিনি বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৩
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।