ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে এ ঘটনা ঘটে।

সম্পর্কে তারা আপন বোন।

মৃত দুই বোন হলো- ওই গ্রামের প্রবাসী সাইফুল ইসলামের মেয়ে রাইসা মনি (৫) ও মাইসা মনি (৪)।  

স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল রাইসা ও মাইসা। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এ সময় শিশুটি দুইটির খেলার বলটি পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজ শুরু করে। এক পর্যায়ে নিথরাবস্থায় দুই বোনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বাংলানিউজকে জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।