ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ড. ইউনূস পদ্মা সেতুর অর্থায়নে বাধা দিয়েছিলেন: স্বাস্থ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
ড. ইউনূস পদ্মা সেতুর অর্থায়নে বাধা দিয়েছিলেন: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পদ্মা সেতু করার ব্যাপারে অর্থায়নে ড. ইউনূস বাধা দিয়েছিলেন। বিএনপির দোসর ইউনূস বিশ্ব ব্যাংকের টাকা আসতে দেয় নাই তারপরও ব্রিজ কিন্তু থেমে নেই।

শেখ হাসিনা নিজ দেশের অর্থায়নে পদ্মা সেতু তৈরি করেছেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

তিনি বলেন, বঙ্গবন্ধু এই দেশটিকে সোনার বাংলাদেশ গড়ার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাকে সপরিবারে রাজাকার আল-বদররা মিলে হত্যা করেছে। স্বাধীনতা যুদ্ধের সময় ওই রাজাকার আল-বদররা বিরোধীতা করেছে। যারা বিরোধিতা করেছে তারা সবাই মিলে বিএনপি তৈরি করেছে। বিএনপির কাজ আগুন সন্ত্রাস, ভাঙচুর, ধ্বংস করা, দেশের উন্নয়ন ব্যাহত করাই তাদের প্রধান কাজ।  

বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো, সাংগঠনিক সম্পাদক বাবু সুদেব সাহা, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।  

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।