ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

কালের সাক্ষী ঐতিহ্যবাহী খিজিরপুর দুর্গ

মাহফুজুর রহমান পারভেজ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
কালের সাক্ষী ঐতিহ্যবাহী খিজিরপুর দুর্গ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের অন্যতম দর্শনীয় স্থান শহরের হাজীগঞ্জ দুর্গ যা খিজিরপুর দুর্গ নামেও ব্যাপক পরিচিত। নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের পাশেই অবস্থিত এই জলদুর্গটি।

এ দুর্গটি নির্মাণ করা হয় মুঘল সুবেদার ইসলাম খাঁর আমলে। ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করা হয় তখন এখানে তিনটি জলদুর্গ নির্মাণ করা হয়েছিল। যার একটি এই খিজিরপুর দুর্গ।

শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে নারায়ণগঞ্জ অবস্থিত। দুর্গটি নদীর খুব কাছে নির্মাণ করা হয়েছিল।

জানা গেছে, সে সময় মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ ঠেকাতেই এ দুর্গগুলো নির্মাণ করা হয়।

বর্তমানে দুর্গটি শহরের বাসিন্দাদের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান। তবে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে দুর্গের পরিবেশ নষ্ট হওয়ার পথে।

দর্শনার্থীরা জানান, দুর্গটি যথাযথ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করলে এটি শহরের অন্যতম প্রধান দর্শনীয় স্থান হয়ে উঠতে পারে। দেখাশোনার অভাবে দিন দিন এখানে দর্শনার্থীদের আকর্ষণ কমে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।