ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৫৫ কেজি সোনা চুরি, চার কর্মকর্তা বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
৫৫ কেজি সোনা চুরি, চার কর্মকর্তা বরখাস্ত

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউসের ভল্ট থেকে ৫৫ কেজি ৫০১ গ্রাম সোনা চুরির ঘটনায় চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাহেদ, মো. শহীদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঢাকা কাস্টম হাউস কমিশনার এ কে এম নুরুল হুদা আজাদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

গত ২ সেপ্টেম্বর ঢাকা কাস্টম হাউসের গুদাম থেকে সোনা চুরির বিষয়টি টের পায় কর্তৃপক্ষ। তবে বিষয়টি প্রকাশ্যে আসে পরদিন রোববার। বিমানবন্দরের কাস্টম হাউসের নিজস্ব গুদামে দিনভর ইনভেন্টরি শেষে ৫৫ কেজি সোনা চুরি  হওয়ার সত্যতা নিশ্চিত হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় মামলা হয়েছে অজ্ঞাতনামাদের আসামি করে। পুরো ঘটনা তদন্তের জন্য যুগ্ম-কমিশনার মিনহাজ উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করেছে কাস্টম হাউস।

আরও পড়ুন:
বিমানবন্দরে কাস্টমসের লকার থেকে ৫৫ কেজি সোনা উধাও!
কাস্টম হাউসের গুদামে ছিল না সিসি ক্যামেরা!
কাস্টমসের লকার থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় মামলা
৫৫ কেজি সোনা চুরি: কাস্টমসের ৪ সিপাহী পুলিশ হেফাজতে


বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
এমকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।