ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

ইঞ্জিনের গিয়ার ভেঙে ৩ দিন ধরে সাগরে ভাসছে ১৭ জেলেবাহী ট্রলার

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩২, সেপ্টেম্বর ১৪, ২০২৩
ইঞ্জিনের গিয়ার ভেঙে ৩ দিন ধরে সাগরে ভাসছে ১৭ জেলেবাহী ট্রলার প্রতীকী ছবি

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় তিনদিন ধরে ১৭ জেলেসহ ট্রলার ভাসছে।  

এফবি মা নামের ট্রলারটির ইঞ্জিনের গিয়ার ভেঙে এমন অবস্থা হয়েছে।

ট্রলারটির মালিক পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলার আব্দুস ছালাম।  

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ট্রলার মালিকের বরাত দিয়ে এসব তথ্য জানান।  

গোলাম মোস্তফা চৌধুরী জানান, গত শনিবার পাথরঘাটার থেকে গভীর সমুদ্রে মাছ শিকারের যাওয়ার জন্য রসদ সামগ্রী নিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা দেয় ট্রলারটি। এতে ১৭জন জেলে রয়েছেন। মঙ্গলবার হঠাৎ ইঞ্জিনের গিয়ারের পিনিয়াম ভেঙে ইঞ্জিনটি বিকল হয়ে যায়। পরে সাগরে ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের মধ্যে এলে দোকানদারকে মোবাইল ফোনে ট্রলারমালিক আবুস ছালাম জানান, তাদের অবস্থার কথা। তাদের উদ্ধারের জন্য অনুরোধ করেন তারা।

তিনি আরও জানান, জেলেদের উদ্ধারের জন্য কোস্টগার্ডকে জানানোর হয়েছে এবং তারা উদ্ধার অভিযানে নেমেছেন।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।