ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাসাইলে চাপড়া বিলে নৌকাবাইচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
বাসাইলে চাপড়া বিলে নৌকাবাইচ

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার বাসুলিয়া খ্যাত চাপড়া বিলে এ বাইচ অনুষ্ঠিত হয়।

 

বাসাইল উপজেলার আওয়ামী লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক মিঞা স্মৃতি নৌকাবাইচের আয়োজন করে।  

বাইচে টাঙ্গাইল ছাড়াও আশেপাশের সিরাজগঞ্জ, মানিকগঞ্জসহ বিভিন্ন উপজেলা ও জেলার অর্ধশতাধিক নৌকা অংশ নেয়।

নৌকাবাইচ আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম।  

বাইচ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) আখতার হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত নৌকাবাইচে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আমিন শরিফ সুপন, টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার, ঢাকার আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এম. এ সামাদ, বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তার।  

অনুষ্ঠানটি সঞ্চালনা এবং সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, সাধারণ সম্পাদক মির্জা রাজিক এবং নৌকাবাইচ কমিটির সদস্য সচিব সোহানুর রহমান সোহেল।

বাইচে আল্লাহ ভরসা, মায়ের দোয়া, সোনার তরী, ফুলের তরী, হীরার তরী, আদর্শ তরী, ময়ূর পঙ্খী, পঙ্খীরাজ ও জলপরীসহ বাহারি নাম ও রঙের ডিঙি, কুশা, সিপাই, খেলনা, অলংগাসহ কয়েক ক্যাটাগরির প্রায় অর্ধশতাধিক নৌকা অংশ নেয়। ছোট-বড় ও মাঝারি নৌকা নিয়ে পৃথক পৃথক কয়েকটি রাউন্ডে এ বাইচ অনুষ্ঠিত হয়।

বাইচে মা-বাবার দোয়া নামে নৌকাটি চ্যাম্পিয়ন হয়। এ নৌকার মালিক প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল উপহার পান। আর চাচা-ভাতিজা নামে নৌকাটি দ্বিতীয় স্থান অধিকার করে। এ নৌকার মালিককে ফ্রিজ দিয়ে পুরস্কৃত করা হয়।  

এছাড়া অংশ নেওয়া প্রত্যেকটি নৌকাকেই আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।