ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রবাসীর স্ত্রীর কাছে ৫ লাখ টাকা চাঁদা চাইলেন দুই ইউপি সদস্য!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
প্রবাসীর স্ত্রীর কাছে ৫ লাখ টাকা চাঁদা চাইলেন দুই ইউপি সদস্য!

ফরিদপুর: ফরিদপুরের সালথায় জমি সংক্রান্ত বিরোধ মীমাংসা করে দেওয়ার কথা বলে এক প্রবাসীর স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে দুই ইউপি সদস্যের বিরুদ্ধে।  

অভিযুক্ত ইউপি সদস্যরা হলেন - আটঘর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য মো. লতিফ মাতুব্বর ও ওই ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য রাজিয়া বেগম।

এ ঘটনায় প্রতিকার চেয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের আটঘর গ্রামে ভুক্তভোগী পরিবারের বাড়ির সামনে সড়কে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।  

এতে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।  

মানববন্ধনে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী রাজিয়া আক্তার ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে নিজেদের নিরাপত্তা চান। সেইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তিনি।

এদিকে অভিযুক্ত ইউপি সদস্য লতিফ মাতুব্বর অভিযোগ অস্বীকার করেছেন। তিনি, এটাকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেন।

অপর অভিযুক্ত ইউপি সদস্য রাজিয়া বেগমের বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।