ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ২ ঘেরে বিষ দিয়ে মাছ নিধন, এ কেমন শত্রুতা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
মাদারীপুরে ২ ঘেরে বিষ দিয়ে মাছ নিধন, এ কেমন শত্রুতা! ফাইল ছবি

মাদারীপুর: মাদারীপুরে দুইটি মাছের ঘেরে বিষ দিয়ে কয়েক হাজার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১২-১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মাছ চাষি।

রোববার (১৬ সেপ্টেম্বর) ভোরে জেলা সদর উপজেলার রাস্তি ইউনিয়নের রূপরাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কালাম মাতুব্বর। ক্ষতিগ্রস্ত কালাম ওই গ্রামের নেছারউদ্দিন মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালাম আট মাস আগে তার বাড়ির সামনের দুইটি ঘেরে রুই, কাতল, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার মাছের পোনা ছাড়েন। আগামী মাসে বড় হয়ে ওঠা কিছু মাছ বিক্রির কথা ছিল। রোববার ভোরে একে একে মাছগুলো মারা গিয়ে পানিতে ভাসতে শুরু করে। সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ভোরের দিকে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করায় মাছ মরে ভেসে উঠছে বলে ভুক্তভোগী জানান।

বিষপ্রয়োগে কয়েক হাজার মাছ মারা যাওয়ায় ১২-১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কালাম ও স্থানীয় মাছ চাষিরা। এ ঘটনার ক্ষতিপূরণের পাশাপাশি সুষ্ঠু বিচার দাবিও জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।