ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনের খুলনার অডিশন অনুষ্ঠিত

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনের খুলনার অডিশন অনুষ্ঠিত

ঢাকা: বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন ২০২৩’র প্রথম অডিশন অনুষ্ঠিত হয়েছে। এতে খুলনা বিভাগের বিভিন্ন জেলার আগ্রহী তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।

শুক্রবার ও শনিবার (১৫ ও ১৬ সেপ্টেম্বর) দুইদিনব্যাপী এই অডিশন অনুষ্ঠিত হয় খুলনার মাজিদ স্মরণীর হোটেল সিটি ইন লিমিটেডে।

অডিশনে অংশগ্রহণকারীদেরকে তাদের নেতৃত্বের দক্ষতা, সৃজনশীলতা, এবং পাবলিক স্পিকিং দক্ষতাসহ বিভিন্ন বিষয়ের উপর মূল্যায়ন করা হয়। এছাড়া প্রার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা এবং একটি ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমেও মূল্যায়ন করা হয়।

খুলনা অডিশনে অংশগ্রহণকারীদের সাড়া ছিল অভূতপূর্ব। অডিশনের উভয় দিনেই প্রার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই অডিশনে প্রার্থীরাও তাদের নেতৃত্বের দক্ষতা এবং সৃজনশীলতা প্রদর্শনে সক্ষম হয়েছেন।

খুলনার পর বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন ২০২৩’র দ্বিতীয় অডিশন অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনের মাধ্যমে নির্বাচিত তরুণরা বাংলাদেশ এবং ভারতের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও প্রত্যাশা সংশ্লিষ্টদের।

উল্লেখ্য, বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রাম ২০২৩ কর্মসূচির আওতায় বাংলাদেশের ১০০ তরুণ ভারত সরকারের অর্থায়নে দেশটি সফরের সুযোগ পাবে। ভারতের অর্থনীতি, প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি ও ইতিহাসবিষয়ক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলোয় ভ্রমণের জন্য বাংলাদেশ থেকে বিভিন্ন ক্ষেত্রের ১০০ জন তরুণ প্রতিনিধিকে নির্বাচন করা হবে।

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
এইচএমএস/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।