ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

প্রকৌশলী নজরুল ইসলামের ৫২তম শাহাদাতবার্ষিকী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
প্রকৌশলী নজরুল ইসলামের ৫২তম শাহাদাতবার্ষিকী

ঢাকা: আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) শহীদ প্রকৌশলী নজরুল ইসলামের ৫২তম শাহাদাতবার্ষিকী।

১৯৭১ সালে তার নেতৃত্বে ঢাকার অভ্যন্তরে পাঁচটি পাওয়ার স্টেশনে একই সঙ্গে একই সময় বিস্ফোরণ ঘটানো হয়।

২২ জুলাই তিনি আগরতলা চলে যান এবং নবগঠিত বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ও শক্তি বিষয়ক উপদেষ্টা নিয়োজিত হন। ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর তিনি শাহাদাতবরণ করেন।  

প্রসঙ্গত, ১৯৭২ সালে তার সম্মানে সরকারিভাবে হাটখোলা সড়কটিকে শহীদ নজরুল ইসলাম সড়ক নামে নামকরণ করা হয় এবং ১৯৭২ সালে তার নিজ জেলা শরীয়তপুরে শহীদ নজরুল বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এ উপলক্ষে ২০৪/এ, গুলশান তেজগাঁও লিংক রোড, ঢাকা-১২০৮, তেজগাঁও শিল্প এলাকায় মরহুমের স্ত্রী অধ্যাপিকা হাজেরা নজরুল কোরআন খানি, কাঙ্গালী ভোজ এবং বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করেছেন।

অনুষ্ঠানে তার সব বন্ধু ও শুভানুধ্যায়ীদের স্বাগতম।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।