ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে বেশি দামে আলু বিক্রি, জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
নীলফামারীতে বেশি দামে আলু বিক্রি, জরিমানা 

নীলফামারী: সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আলুর দাম যাচাইয়ে নীলফামারীর জলঢাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


 
জলঢাকা উপজেলার বিভিন্ন বাজার ও মুক্তা হিমাগারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল ইসলাম। এসময় মুক্তা হিমাগারে আলুর দাম বেশি নেওয়ায় চার ব্যবসায়ীকে ২০ হাজার করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন খুটামারা ইউনিয়নের দক্ষিণ দেশিবাই এলাকার হাবিবুর রহমান (৫০), বগুলাগাড়ি এলাকার জিয়াউর রহমান (৫২), গোলমুণ্ডা দোলাপাড়ার মমিনুর রহমান (১৯) ও চেংমারী মাঝাপাড়ার শফিকুল ইসলাম স্বপন (৪৫)।

এদিকে জলঢাকার বিভিন্ন বাজারে আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ার অভিযোগে তিন পাইকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।