ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৪ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
নড়াইলে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৪ 

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় মারধর ও মাদকের পৃথক মামলায় ছয়, আট ও নয় মাসের সাজাপ্রাপ্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে এদিন সকালে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তাররা হলেন- লোহাগড়া উপজেলার লাহুড়িয়া রাজাপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে খায়রুল আলী, একই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আহম্মদ আলী, রায় গ্রামের মোহাম্মদ মোল্যার ছেলে শফিকুল ইসলাম ও কুন্দসী গ্রামের আ. জলিল বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস ওরফে রমজান বিশ্বাস।  

ওসি নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে মারধর ও মাদক মামলায় আদালত কর্তৃক ছয় থেকে নয় মাসের সাজার আদেশ রয়েছে। তাদের আদালতের সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।