ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরপুরে শীর্ষ মাদক কারবারি ‘গাঁজা কাদের’ গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
মিরপুরে শীর্ষ মাদক কারবারি ‘গাঁজা কাদের’ গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর মিরপুরে মো. আব্দুল কাদের প্রকাশ (৫৬) নামে শীর্ষ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছি পুলিশ। তিনি গাঁজা কাদের নামে এলাকায় পরিচিত।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বাংলানিউজকে জানান, গোপন তথ্যে খবর পেয়ে সন্ধ্যায় মিরপুর ২ নাম্বার সেকশনের মিরপুর কেন্দ্রীয় মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার কাদের মিরপুরের শীর্ষ মাদক কারবারি। তিনি মূলত গাঁজা ব্যবসায়ী। তাই তিনি গাঁজা কাদের নামেই বেশি পরিচিত। তার নামে বিভিন্ন থানায় অন্তত ১৫ মামলা আছে। এ পর্যন্ত তিনি ২০ বার গ্রেপ্তার হয়েছেন। প্রতিবারই জামিনে কারাগার থেকে বের হয়ে আবারও গাঁজা বিক্রি শুরু করেন।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।