ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোরে মাদককারবারি ডন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
যশোরে মাদককারবারি ডন গ্রেপ্তার

যশোর: যশোর শহরের চিহ্নিত মাদককারবারি আল-আমিন ইসলাম ডন ওরফে খোঁড়া ডনকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শংকরপুর বাস টার্মিনাল এলাকার মতলেব বাবুর চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খান মাইদুল ইসলাম রাজিব জানিয়েছেন, রোববার রাতে ঘটনাস্থলে গিয়ে খোঁড়া ডনকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি জানান, খোঁড়া ডন শংকরপুর এলাকার চিহ্নিত গাঁজা বিক্রেতা। দীর্ঘদিন ধরে তিনি গোপনে গাঁজা বিক্রি করে আসছেন। তার বিরুদ্ধে মাদক আইনে আরও ছয়টি মামলা চলামান রয়েছে।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
ইউজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।