ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

লালবাগে ভবনে লাগা আগুন ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, সেপ্টেম্বর ২৫, ২০২৩
লালবাগে ভবনে লাগা আগুন ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার আতশখানা এলাকায় ডজ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি মেটালাইজিং ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ওই ভবনে কারখানা, গোডাউন ও লোকেদের বসবাস রয়েছে বলে জানা গেছে।

 

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রথম দিকে সংবাদ পাই, একটি মিষ্টির দোকানে আগুন লেগেছে। পরে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, এটি মিষ্টির দোকান নয়। এটি একটি ভবন যেখানে কারখানা, গোডাউন ও লোকজনেরও বাস রয়েছে।  

তিনি জানান, দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে ধাপে ধাপে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  

কী কারণে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
এসজেএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।