ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান

ঢাকা: সব প্রবাসীদের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার মামা’স পার্টি হলে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নিউইয়র্ক শাখা’র উদ্যোগে এক সেমিনারে এ আহ্বান জানান সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মনজিল মোরসেদ প্রবাসীদের আইনি অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ট্রাইব্যুনাল বাস্তবায়নের লক্ষে একটি প্রস্তাবনা পেশ করে বলেন, এটি বাস্তবায়িত হলে দেশে প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ ভূমিকা রাখবে।

তিনি বলেন, বাংলাদেশে প্রবাসীরা বিভিন্নভাবে প্রতারণা ও হয়রানির শিকার হন, কিন্তু কার্যকারী কোনো প্রতিকার পান না।

সুপ্রিম কোর্টের এ জ্যেষ্ঠ আইনজীবী আরও বলেন, প্রবাসীরা দেশে বিনিয়োগ করেন এবং রেমিট্যান্স পাঠান। প্রবাসীরা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখলেও তাদের বাংলাদেশ সফরের সময় তেমন কোনো সুরক্ষা পান না। যখন তারা কোনো আইনি জটিলতায় পড়েন আইনি কাঠামোর দুর্বলতার কারণে তারা অধিকার থেকে বঞ্চিত হন।

তিনি বলেন, সামগ্রিক বিবেচনায় প্রবাসীদের সমস্যা সমাধানে প্রবাসী ট্রাইব্যুনাল গঠিত হলে তারা বিনিয়োগে উৎসাহিত হবে।

নিউইয়র্ক শাখার সভাপতি অ্যাডভোকেট জাকির মিয়ার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সেক্রেটারি এম রহমান কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক এম রহমান মাঈনুদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল হাই কাইয়ুম, প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাশিদ, সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, অ্যাটর্নি খাইরুল বাসার, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, অ্যাডভোকেট মুজিবুর রহমান ও মাহবুবুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মাহবুবুর রহমান বকুল ও কার্যকরী সদস্য অ্যাডভোকেট আসলাম খান।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
ইএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।