ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে অস্ত্রসহ গ্রেপ্তার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
লক্ষ্মীপুরে অস্ত্রসহ গ্রেপ্তার ১ গ্রেপ্তার আলী আকবর ওরফে ‘ঢাকাইয়া আকবর’

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের একটি বাড়ি থেকে দুইটি অস্ত্রসহ মো. আলী আকবর (৩১) ওরফে ‘ঢাকাইয়া আকবর’ নামে চট্টগ্রামের সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পুলিশ সুপার (এসপি) তারেক বিন রশিদ সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান।

গ্রেপ্তার আকবর চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকার চালিতাতলী এলাকার মো. মঞ্জুর মিয়ার ছেলে।  

এসপি তারেক বিন রশিদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে ওই ইউনিয়নের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও একটি দেশীয় এলজি জব্দ করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আরও অস্ত্র উদ্ধারের জন্য তার রিমান্ড আবেদন করা হবে। আকবরের বিরুদ্ধে সিএমপি ও চট্টগ্রামের বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি, ডাকাতি প্রস্তুতিসহ ১০টি মামলা রয়েছে।  

এসপি বলেন, আকবর গত দুই মাস থেকে লক্ষ্মীপুরের শাকচর এলাকার একটি বাসা ভাড়া নিয়ে গোপনে বসবাস করছিলেন। আত্মগোপনে থেকে সে চট্টগ্রাম মেট্রোপলিটন এবং পার্শ্ববর্তী এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।