ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শেরপুরে কঙ্কাল চুরির ঘটনায় গ্রেপ্তার ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৩
শেরপুরে কঙ্কাল চুরির ঘটনায় গ্রেপ্তার ৬

শেরপুর: শেরপুরে কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় সংঘবদ্ধ দলের মূল চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরেরদিকে পুলিশ সুপার (এসপি) মোনালিসা বেগম এ তথ্য জানান।

জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান তিনি।

গ্রেপ্তাররা হলেন- জেলার সদর উপজেলার ধলা চান্দের নগর গ্রামের মৃত হাবিবর মিয়ার ছেলে আ. রহিম (৫০), নকলা উপজেলার মেদীরপাড় গ্রামের আব্দুর রউফের ছেলে সোহেল রানা (৩৫), নালিতাবাড়ী উপজেলার রাজনগর বরবন্দর গ্রামের মৃত রমজান আলীর ছেলে গোলাম রব্বানী (৪৫), পশ্চিম রাজনগর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে বিল্লাল হোসেন (৩৮), নরসিংদী জেলার রায়পুরা থানার বালুয়াকান্দি গ্রামের মো. আব্দুল আলীর ছেলে সোহেল রানা (৩০) ও মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার পশ্চিম রাজদিয়া গ্রামের মৃত মনির হোসেন হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (৩২)।

এসপি মোনালিসা বেগম জানান, গত ১৭ সেপ্টেম্বর শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের উত্তরপাড়া সামাজিক কবরস্থান (উত্তরপাড়া মসজিদ সংলগ্ন) থেকে চারটি কঙ্কাল চুরির ঘটনা ঘটে। কঙ্কাল চুরি ঘটনায় জেলা সদর থানার অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর পরই সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদলের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) খন্দকার সালেহ্ আবু নাঈম সঙ্গীয় ফোর্সসহ গতকাল বুধবার রাত ১টার দিকে রাজধানীর ঢাকার আদাবর ও মোহাম্মদপুরসহ শেরপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কঙ্কাল চুরির ঘটনা তারা স্বীকার করেন এবং তারা ঢাকায় নিয়ে কঙ্কালগুলো বিক্রি করেছেন বলে জানান। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করেছে সদর থানা পুলিশ।  

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, সদর থানার ওসি বছির আহমেদ বাদল, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খন্দকার সালেহ্ আবু নাঈম প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।