ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

নদীতে গোসল করতে যাওয়াই কাল হলো ভাই-বোনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৫, সেপ্টেম্বর ২৯, ২০২৩
নদীতে গোসল করতে যাওয়াই কাল হলো ভাই-বোনের

নাটোর: নাটোরের সিংড়ায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু ফাতেমা (৫) ও আব্দুস সবুর (৯) নামে দুই শিশুর মরদেহ চার ঘণ্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল।  

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়ন বারনই নদীতে দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত ফাতেমা ওই এলাকার সাইফুল ইসলামের মেয়ে ও আব্দুস সবুর একই এলাকার সাহাদ ইসলামের ছেলে। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই-বোন।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বাংলানিউজকে বলেন, দুপুরে ফাতেমা ও সবুর তাদের বাড়ির পাশে বারনই নদীতে অন্যদের সঙ্গে গোসল করতে নামে। এসময় নদীর স্রোতে ফাতেমাকে ডুবে যেতে দেখে সবুর তাকে বাঁচাতে গিয়ে সেও পানির স্রোতে ডুবে যায়।  

ঘটনাটি আশেপাশের লোকজনের কাছে শুনতে পেরে পরিবারের লোকজনসহ স্থানীয়রা নদীতে খোঁজাখুজি শুরু করেন। কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যায় না।  

পরে রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ডুবুরি দল প্রায় চার চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলের কিছু দূর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।