ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে দুর্ঘটনায় স্ত্রীসহ সাবেক সেনা কর্মকর্তা নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
ফেনীতে দুর্ঘটনায় স্ত্রীসহ সাবেক সেনা কর্মকর্তা নিহত 

ফেনী: জেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ার নিজকুঞ্জরা এলাকায় বাসচাপায় সাবেক সেনা কর্মকর্তাসহ তিন সিএনজি অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি অটোরিকশাচালক।

 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন - সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও সেনা কল্যাণের চট্টগ্রাম শাখার কর্মকর্তা আবু তাহের (৫৯) ও তার স্ত্রী সালমা আক্তার (৪৮)।  অপর নিহতের পরিচয় মেলেনি।  আহত সিএনজি অটোরিকশাচালকের নাম মনা মিয়া (৩০)।  

নিহত সাবেক সেনা কর্মকর্তার ভাই ছাগলনাইয়া ঘোপাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাদেক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

তিনি জানান, তার ভাই ও ভাইয়ের স্ত্রী চট্টগ্রামের মিরসরাইয়ের বাংলাবাজারে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস সিএনজিকে চাপা দেয়। এতে তারা নিহত হন।  

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বেপরোয়া বাসটি আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।