ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোহনগঞ্জে প্রধান বিচারপতিকে নাগরিক সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
মোহনগঞ্জে প্রধান বিচারপতিকে নাগরিক সংবর্ধনা

নেত্রকোনা: বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীনকে নাগরিক সংবর্ধনা দিয়েছে মোহনগঞ্জ নাগরিক কমিটি।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা নাগরিক কমিটি কর্তৃক এ নাগরিক সংবর্ধনা দেন প্রধান বিচারপতিকে।

মোহনগঞ্জ পৌরসভার মেয়র ও নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক লতিফুর রহমান রতনের সভাপতিত্বে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিতজন হিসেবে বক্তব্য দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীন।  

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নেত্রকোনা-৪ (খালিয়াজুড়ি, মদন, মোহনগঞ্জ) আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, নেত্রকোনা জেলা ও দায়রা জজ শাহজাহান কবির, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটনসহ অন্যরা।

বিচার বিভাগের অর্পিত দায়িত্ব তিনি যেন সঠিকভাবে পালন করতে পারেন সেজন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।