ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় বাস থেকে গাঁজা-মদসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
ভাঙ্গায় বাস থেকে গাঁজা-মদসহ কারবারি আটক আটক গোলাম রসুল

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় বাস থেকে ৯ কেজি গাঁজা ও ১ বোতল মদসহ গোলাম রসুল (২৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

রোববার (১ অক্টোবর) দুপুরের দিকে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ভাঙ্গা টোলপ্লাজা এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি করে গোলাম রসুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। আটক ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ট্রাভেল ব্যাগে করে যাত্রীবাহী বাসযোগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।