ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ২৫ হাজার ইয়াবাসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, অক্টোবর ২, ২০২৩
যাত্রাবাড়ীতে ২৫ হাজার ইয়াবাসহ আটক ৪ উদ্ধার হওয়া ইয়াবা

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২৫ হাজার ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটনের গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান বিভাগ।

রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় যাত্রাবাড়ী এলাকার খাদেমুল মাদরাসার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবি-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় খাদেমুল মাদরাসার সামনে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাদের চারজনকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।