ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাজেকে পিকআপভ্যান উল্টে ১২ পর্যটক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
সাজেকে পিকআপভ্যান উল্টে ১২ পর্যটক আহত

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পর্যটকবাহী পিকআপভ্যান উল্টে ১২ পর্যটক আহত হয়েছেন।  

সোমবার (০২ অক্টোবর) বিকেলে উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট একুইজ্জ্যাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে খাগড়াছড়িগামী পর্যটকবাহী একটি  পিকআপভ্যান (ফেনী মেট্রো-০২০০৮) ১২ জন পর্যটক নিয়ে সাজেক থেকে ফিরছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গেলে ১২ পর্যটক আহত হন। আহতদের মধ্যে চারজনকে চিকিৎসা দিতে পার্শ্ববর্তী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে চারজনকে দীঘিনালা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় পর্যায়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।