ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
বড়াইগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নাটোর: নাটোরের বড়াইগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সাজেদুল ইসলাম সরকার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার মশুরীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুপুরের  দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সাজেদুল ওই এলাকার গুলজার হোসেনের ছেলে।  

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বাংলানিউজকে জানান, গতকাল সোমবার রাত দেড়টার দিকে উপজেলার চামটা মশুরীপাড়া গ্রামের প্রবাসী কালু মণ্ডলের স্ত্রী রাত দেড়টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন। এ সুযোগে সাজেদুল তার ঘরে ঢুকে লুকিয়ে থাকেন। পরে ওই গৃহবধূ ঘরে আসামাত্র তার মুখ চেপে ধরে ধর্ষণ করেন সাজেদুল। সে সময় গৃহবধূ চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যান সাজেদুল। এ ঘটনায় রাতেই ওই ভুক্তভোগী বাদী হয়ে সাজেদুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত সাজেদুলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে দুপুরের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।