ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধানমন্ডিতে মিলল টাপেন্টাডলের সবচেয়ে বড় চালান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
ধানমন্ডিতে মিলল টাপেন্টাডলের সবচেয়ে বড় চালান ফাইল ছবি

ঢাকা: রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে এক লাখ ২১ হাজার পিস টাপেন্টাডলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ-অঞ্চলের (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এটিই উদ্ধার হওয়া টাপেন্টাডল মাদকের সবচেয়ে বড় চালান। গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে মাদকের কারবার পরিচালনা করে আসছিলেন। তাদের সহযোগীদের গ্রেপ্তারে ডিএনসির অভিযান চলমান।  

তিনি আরও জানান, বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
এসজেএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।