বাগেরহাট: বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৪ হাজার ২০০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজ এম ভি লুনা রোসা।
মঙ্গলবার (০৩ অক্টোবর) বিকেলে বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া ১১ নম্বর এ্যাংকোরোজে নোঙর করেছে জাহাজটি।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক মো. রিয়াজুল হক বলেন, জাহাজটি থেকে কয়লা খালাস শুরু হয়েছে। খালাস শেষে লাইটারেজে করে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে নেওয়া হবে।
এর আগে ২৩ সেপ্টেম্বর রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছায় বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস।
বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৩
আরএ