ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

৯৪৪ কোটি টাকা ব্যয়ে পায়রা বন্দরে হচ্ছে টার্মিনাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
৯৪৪ কোটি টাকা ব্যয়ে পায়রা বন্দরে হচ্ছে টার্মিনাল ফাইল ছবি

ঢাকা: পায়রা সমুদ্রবন্দরে প্রথম টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৯৪৩ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ৩৪৯ টাকা।

এই টার্মিনাল নির্মাণে সিআরপিজি ও সিসিইসিসিকে যৌথভাবে কাজের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (৪ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।  

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, এদিন বৈঠকে মোট ১২টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে একটি প্রস্তাব টেবিলে উপস্থাপিত হয়। সবকটি প্রস্তাবেই কমিটি অনুমোদন দিয়েছে।  

তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পায়রা বন্দর কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনাল নির্মাণ এবং আনুষঙ্গিক সুবিধাদি ৯৪৩ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ৩৪৯ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। যৌথভাবে এই কাজ পেয়েছে সিআরপিজি অ্যান্ড সিসিইসিসি।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
জিসিজি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।