ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাটিরাঙ্গায় অবৈধ পথে আসা ৫১ লাখ টাকার সিগারেট জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
মাটিরাঙ্গায় অবৈধ পথে আসা ৫১ লাখ টাকার সিগারেট জব্দ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধ পথে নিয়ে আসা ২৭ কার্টুন ভারতীয় সিগারেট জব্দ করেছে সেনাবাহিনী।

বুধবার (০৪ অক্টোবর) রাতে মাটিরাঙ্গা সেনা জোনের আরপি গেইটের সামনে অভিযান পরিচালনা করে সিগারেটগুলো জব্দ করা হয়।

এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১ লাখ ৫৬ হাজার টাকা বলে জানা গেছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অবৈধ পথে আসা ভারতীয় সিগারেট চট্টগ্রামে পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার রিপন আলীর নেতৃত্বে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজ গেইটের সামনে চেকপোষ্ট বসানো হয়। সেখানে কলা বোঝাই মাহিন্দ্র গাড়িকে তল্লাশি করে ২৭ কার্টুন বিভিন্ন প্রকারের বিদেশি অবৈধ সিগারেট জব্দ করা হয়।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. মুরাদ হোসাইন, পিএসসি বলেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে ভারতীয় যে কোনো পন্য অবৈধ পথে নিয়ে আসা রোধে মাটিরাঙ্গা জোন কাজ করে যাচ্ছে। চোরাকারবারিদের বিরুদ্ধে এসব অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। জব্দকৃত সিগারেটগুলো সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৩
এডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।