ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেলাবতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
বেলাবতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নরসিংদী: নরসিংদীর বেলাবতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফায়জুর রহমান (৪০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

 

শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলার নারায়ণপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে।

নিহত ফায়জুর সুনামগঞ্জ জেলার ধিরাই উপজেলার মৃত তৈয়ব আলী ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সিলেটের সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার নারায়ণপুর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ভৈরবমুখী অন্য একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ট্রাক দুটি রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এ সময় চালক ও হেলপাররা আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ট্রাক চালক ফায়জুল মারা যায়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন ট্রাক ড্রাইভার মারা গেছে। তার মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।