ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবচরে রেল লাইনে কঠোর নিরাপত্তা, সতর্কাবস্থায় পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
শিবচরে রেল লাইনে কঠোর নিরাপত্তা, সতর্কাবস্থায় পুলিশ

মাদারীপুর: পদ্মা সেতুর রেলপথ উদ্বোধন হচ্ছে মঙ্গলবার (১০ অক্টোবর)। প্রধানমন্ত্রী নতুন এই রেলপথে ট্রেন চলাচল উদ্বোধন করবেন।

এই উদ্বোধন ঘিরে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হচ্ছে পুরো রেলপথ এলাকা।  

সোমবার (৯ অক্টোবর) শিবচরের রেল লাইনে পুলিশের সতর্ক পাহারা দেখা গেছে। এছাড়াও রেল লাইনে ঘুরতে আসা সাধারণ দর্শনার্থীদের রেল লাইনে উঠতে দেওয়া হয়নি। পুরো রেলপথের বিভিন্ন স্থানে নিরাপত্তাকর্মীদের দেখা গেছে।

জানা গেছে, পদ্মা সেতুর রেল লাইন, শিবচরের পদ্মা ও শিবচর স্টেশনে রেলওয়ে পুলিশ ছাড়াও শিবচর থানা পুলিশের সদস্যরা রয়েছেন। এছাড়াও এনএসআই, ডিএসবির সদস্যদেরও সতর্ক অবস্থায় দেখা গেছে। নিরাপত্তার স্বার্থে স্টেশনে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শিবচরের পাঁচ্চর, আড়িয়াল খাঁ ব্রিজ, সূর্যনগরসহ রেলপথের বিভিন্ন স্থানে পুলিশের পাহারা রয়েছে।

এদিকে রেল উদ্বোধন ঘিরে শিবচরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে স্থানীয় নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছে। রঙিন টিশার্ট, প্ল্যাকার্ড হাতে নিয়ে রেল লাইন সংলগ্ন সড়কে মঙ্গলবার সকাল ১০টা থেকেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন নেতাকর্মী ও সমর্থকেরা।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, মঙ্গলবার প্রধানমন্ত্রী রেল চলাচল উদ্বোধন করবেন। স্বাভাবিকভাবেই বাড়তি নিরাপত্তা রয়েছে। সোমবার সকাল থেকেই শিবচর থানা পুলিশ রেল লাইনে সতর্ক পাহারায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।