ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পল্লবীতে গণপিটুনিতে প্রাণ গেল চোরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
পল্লবীতে গণপিটুনিতে প্রাণ গেল চোরের ফাইল ফটো

ঢাকা: রাজধানীর পল্লবী এলাকায় গণপিটুনিতে এক চোরের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) রাতে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় স্বপ্ননগর প্রজেক্ট-২ এর ১৯নং ভবনে চুরি করার সময় মো. শাকিল ও মো. ফিরোজকে আটক করে প্রজেক্টের সুপারভাইজার ও শ্রমিকরা। এরপর সেখানকার নির্মাণাধীন বিল্ডিংয়ের শ্রমিকরা তাদের গণপিটুনি দেয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ এসে শাকিল ও ফিরোজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাদের প্রথমে কিংস্টন হাসপাতালে ও পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পর পল্লবী থানায় নেওয়া হয়।

শাকিল আবার অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

মারা যাওয়া শাকিলের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। এ ঘটনায় পল্লবী থানায় পৃথক আরেকটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
পিএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।