মাদারীপুর: মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলারসহ ৭৭ হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।
শনিবার (১৪ অক্টোবর) সকাল থেকে রোববার (১৫ অক্টোবর) ভোর পর্যন্ত অভিযানে এসব জব্দ করা হয়।
শিবচর মৎস্য অফিস সূত্রে জানা গেছে, শনিবার থেকে রোববার ভোর পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় মৎস্য অফিস ও নৌপুলিশ। এ সময় নদীর বিভিন্ন স্থান থেকে ইলিশ ধরার ৭৭ হাজার মিটার জাল জব্দ করা হয়। এছাড়া মাছ ধরার একটি ট্রলার জব্দ করে পুলিশ। জব্দ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ট্রলারটি পুলিশি হেফাজতে রয়েছে। অভিযানকালে কোনো জেলে আটক হয়নি।
শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
এসআরএস