ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-ভাঙ্গা রেলপথের অযৌক্তিক ভাড়া বাতিলের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
ঢাকা-ভাঙ্গা রেলপথের অযৌক্তিক ভাড়া বাতিলের দাবি

ঢাকা: পদ্মাসেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রেলপথের অযৌক্তিক ভাড়া বাতিলের দাবি জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসচা)।

রোববার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

মানববন্ধনে নিরাপদ সড়ক আন্দোলনের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা জেলার সভাপতি নাঈম আল ইসলাম বলেন, ঢাকা-ভাঙ্গা রেলপথে অযৌক্তিক একটি প্রস্তাবনার ভিত্তিতে ভাড়া আদায়ের সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়। পদ্মাসেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত আন্তনগর ট্রেনের নন-এসি ভাড়া ৩৫০ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ৬৬৭ টাকা প্রস্তাব করা হয়েছে। কিন্তু ঢাকা-চট্টগ্রাম রেলভাড়া নন-এসি ৩৪৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ৬৫৬ টাকা।

তিনি আরও বলেন, ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে ভাঙ্গার দূরত্ব মাত্র ৭৭ কিলোমিটার এবং ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ৩২১ কিলোমিটার। রেল মন্ত্রণালয়ের সম্প্রতি করা এরূপ প্রস্তাবনা যেমন অসামঞ্জস্যপূর্ণ ও অযৌক্তিক, তেমনি জনগণের ওপর জুলুমের সামিল।

তাই তারা ঢাকা-ভাঙ্গা রেলপথের অযৌক্তিক ভাড়া বাতিলের দাবি জানিয়েছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান, ময়মনসিংহ জেলার সভাপতি মোহাম্মদ আল আমিন ও ঢাকা জেলার সদস্য মোহাম্মদ জাকারিয়া।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।